Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবুধাবির যুবরাজকে স্বাগত জানালো সৌদি বাদশাহ

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ১২:০৩ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ১২:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আবুধাবির যুবরাজকে স্বাগত জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। উপসাগরীয় মিত্র দেশ দুটির নেতৃত্বে ইয়েমেনের কৌশলগত বন্দরনগরী হোদেইদা দখলের জন্য হামলা চালাচ্ছে জোট বাহিনী।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের নেতৃত্বে দেশটির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল সৌদি সফরে রয়েছে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট যুদ্ধরত বিমানে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহ সহযোগিতা চুক্তি স্থগিত করার পর আমিরাতের যুবরাজ এ সফর করছেন।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানায়, দুই নেতার মধ্যে এই অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি ও সৌদি জোট যে সংকটের সম্মুখীন হচ্ছে তা পর্যালোচনা করেন।

গত মাসে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগির হত্যার পর আন্তর্জাতিক অঙ্গনে সৌদি আরবের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে।খাসোগি প্রশ্নে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবকে পূর্ণ সমর্থন দিয়েছে।

এদিকে জোট বাহিনীর সহায়তায় ইয়েমেনের সরকারি বাহিনী হোদেইদার ভেতরে ঢুকে পড়েছে।

গত শনিবার হুতি বিদ্রোহীদের সঙ্গে তুমুল লড়াইয়ের পর সরকারি বাহিনী শহরটির প্রধান হাসপাতাল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

Bootstrap Image Preview