Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কঙ্গোতে ভয়াবহ ইবোলা পরিস্থিতিতে প্রাণহানি ২০০ ছাড়িয়েছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৫:৫৫ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৫:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আফ্রিকার দেশ কঙ্গোতে নতুন করে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ২০০-রও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, কঙ্গোর ইতিহাসে এটি ইবোলাজনিত সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি। গৃহযুদ্ধকবলিত কঙ্গোর ইবোলা আক্রান্ত এলাকাগুলোতে সশস্ত্র বিদ্রোহীদের হামলা এবং সম্প্রদায়গুলোর পাল্টা প্রতিরোধমূলক পরিস্থিতিতে ইবোলার প্রাদুর্ভাব আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা জানিয়েছে তারা।  

জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া অর্ধেকই বেনির বাসিন্দা। ওই এলাকায় প্রায় ৮ লাখ মানুষ বসবাস করে।

এদিকে, ইবোলা ভাইরাস থেকে রক্ষা করতে টিকা প্রোগামের অংশ হিসেবে প্রায় ২৫ হাজার মানুষকে টিকা দেয়া হয়েছে। তবে স্বাস্থ্য কর্মকর্তা ওলি ইলুংগা জানিয়েছেন, সশস্ত্র বিদ্রোহীরা মেডিকেল টিমের সদস্যদের হয়রানি করে যাচ্ছে।

গত সেপ্টেম্বরে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বেনি এলাকায় হামলা চালানোর পর ওই এলাকায় টিকা কর্মসূচি বন্ধ রাখা হয়। গত কয়েক বছর ধরেই গৃহযুদ্ধ এবং রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে কঙ্গো।

১৯৭৬ সালের পর গত জুলাই মাসে দশম বারের মতো ইবোলার প্রাদুর্ভাব ঘটেছে কঙ্গোতে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ২৯১ জনের ইবোলায় আক্রান্ত হওয়ার রেকর্ড অন্তর্ভূক্ত হয়েছে এবং ২০১ জন ইবোলায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

Bootstrap Image Preview