Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে মুসলিমদেরই অবদানই সবচেয়ে বেশি : যোগীর মন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৫:৩৬ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৫:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের ইতিহাস-ঐতিহ্যে মুসলিম শাসকদের অবদানই সবচেয়ে বেশি। এমনটাই দাবি করেছেন ভারতের উত্তর প্রদেশের আলোচিত মন্ত্রী ওমপ্রকাশ রাজবর। তিন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার একজন সদস্য এবং সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (এসবিএসপি) প্রেসিডেন্ট। 

আলোচিত ওই মন্ত্রীর নাম ওমপ্রকাশ রাজবর। তিনি প্রদেশের অনগ্রসর শ্রেণী উন্নয়ন এবং বিকলাঙ্গ মানুষদের উন্নয়নমন্ত্রী। সম্প্রতি যোগীর বিতর্কিত সব কর্মকাণ্ডের জন্য তার ওপর চটেছেন এই মন্ত্রী।

গত এক সপ্তাহ ধরেই বিজেপি নেতাদের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে রাজবরের। বিজেপির বিরুদ্ধে উন্নয়ন ভুলে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ করেছেন তিনি।

মন্ত্রী রাজবর বলেছেন, মুসলিমরা আমাদের দেশে যা দিয়েছে তা অন্য কেউ দেয়নি।

মুঘল আমলের স্মৃতি মুছে ফেলার সম্পর্কে তিনি বলেছেন, আমরা কি জিটি রোড ছুঁড়ে ফেলে দেব? লালকেল্লা কে বানিয়েছে? তাজমহল কে বানিয়েছে?

তিনি বলেছেন, অনগ্রসর এবং পিছিয়ে থাকা মানুষ যাতে উন্নয়নের দাবিতে আওয়াজ তুলতে না পারে সেই কারণেই শহরের নাম বদল করছে বিজেপি। একমাত্র এই উপায়েই মানুষকে মূল সমস্যা থেকে ভুলিয়ে রাখা যায়।

Bootstrap Image Preview