Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে বিষয়ে স্ত্রীর কাছে মিথ্যা বলা জায়েজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৩:১০ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৩:১০ PM

bdmorning Image Preview


অনেকেই বলেন যে স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলা জায়েজ। সবাই এবিষয়ে জানতে আগ্রহ দেখান। মিথ্যা বলা হারাম, পরকালে মিথ্যা বলার সাজা হবে খুবই কঠোর। এমন কি শরীয়তের একটি মূলনীতি রয়েছে, ‘সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস ডেকে আনে। এত কঠিন বিধান থাকার পরও স্ত্রীর সাথে মিথ্যা বলা যাবে। তবে সেটা সব ক্ষেত্রে না। শুধুমাত্র মোহাব্বত ও ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে।

এ সম্পর্কে আল্লাহর রাসুল বলেছেন’ অন্তরে যে মহব্বত আছে তার চেয়ে বেশি প্রকাশ করা যাবে এবং এমন কথা বলবে যা দ্বারা উভয়ের হৃদ্যতা, অন্তরঙ্গতা ও আন্তরিকতা বৃদ্ধি পায় এবং স্থায়ী হয়। এ থেকে অকল্যাণ নয় বরং কল্যাণের সূচনা হয়।

সহীহ মুসলিম, হাদীস নং ৬৭৯৯; সুনানে আবু দাউদ, হাদীস নং ৪৯২৩; বাজলুল মাজহূদ ১৯/১৬২; ইমাম নববী, শরহে মুসলিম ৮/১৫৭।

এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে স্ত্রীকে খুশি করতে তার গুনের ও রূপের বর্ণনা বাড়িয়ে বলা যাবে, তবে অন্য কোন বিষয় মিথ্যা বলা যাবে না।

Bootstrap Image Preview