Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শনিবার, মার্চ ২০১৯ | ৯ চৈত্র ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ১২:৫৩ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ১২:৫৩ PM

bdmorning Image Preview


ফরিদপুরের মাঝকান্দি ভাটিয়াপাড়া সড়কের জয়নগর বটতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সেলুন ব্যবসায়ী অসিম মহত্তম (২২) নামের এক যুবক নিহত হয়েছে। সে দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের অমিত মহত্তমের ছেলে। 

স্থানীয়রা জানান, অসিম বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বোয়ালমারী আসার সময় জয়নগর বটতলা নামক স্থানে পৌছালে দ্রুতগামী একটি ট্রাক অসিমের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এসময় অসিম গুরুতর আহত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেবার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, কোতয়ালী থানা পুলিশ লাশ উদ্ধার করায় তারা ময়নাতদন্ত ও মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
 

Bootstrap Image Preview