Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মন্দিরের প্রতিমার গা থেকে বহুমূল্যের স্বর্ণালঙ্কার চুরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৩:৩০ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৩:৩০ PM

bdmorning Image Preview


ভারতের বীরভূমের চিনপাই নামক এলাকার একটি প্রাচীন কালীমন্দিরে চুরির ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার রাতে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার চুরির ঘটনার কথা জানাজানি হলে চিনপাইয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

পুলিশের দায়িত্বে অবহেলার কারণে এমনটি ঘটেছে অভিযোগ করে বিক্ষুব্ধ গ্রামবাসী মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ নভেম্বর থেকে কালীপূজা উপলক্ষে মন্দিরে বহুলোকের সমাগম ঘটে। বুধবার রাতে পূজা অর্চনা শেষে পর দিন সকালে পুরোহিত দেখতে পান প্রতিমার গায়ে সজ্জিত সোনার গহনাগুলো উধাও হয়ে গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ করে শুরু করেন গ্রামবাসী। এ সময় উত্তেজিত গ্রামবাসী কয়েকটি পুলিশ ভ্যানে ভাঙচুর চালান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশের শীর্ষ কর্মকর্তারা পৌঁছে মাইকিং করে উত্তেজিত জনতাকে এসব মূল্যবান অলঙ্কার খুঁজে পেতে আশ্বাস দেন।

বীরভূম থানাসূত্রের খবর, চোর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় থানার ওসিকে ক্লোজ করা হয়েছে।

Bootstrap Image Preview