Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সম্মেলনে সাংবাদিকের উপর খেপলেন ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০১:২৩ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০১:২৩ PM

bdmorning Image Preview


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন। সে সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। মার্কিন সংবাদসংস্থা সিএনএন-এর সাংবাদিক জিম আকোস্টা প্রশ্ন শুরু করা মাত্রই ক্ষেপে যান ট্রাম্প।

জিমের উদ্দেশে ট্রাম্প বলেন, 'এবার তুমি থামো।' শুধু তাই নয়, জিমের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়। সে সময় জিমকে অভদ্র ও ভয়ানক বলে অভিহিত করেন ট্রাম্প।

তিনি বলেন, জনগনের শত্রু সিএনএন। মানুষকে ভুল খবর দেয় সিএনএন। সিএনএন আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করে।

এদিকে, সিএনএন-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্পকে প্রশ্ন করার সময় জিমের কাছ থেকে জোর করে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে। 

Bootstrap Image Preview