Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভারতের দিপাবলী উপলক্ষে হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০২:০১ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০২:০১ PM

bdmorning Image Preview


ভারতের দিপাবলী উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি'কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। 

বুধবার (৭ নভেম্বর) দুপুরে হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্য রেখায় ভারতের ১৯৯- বিএসএফ এর হিলি ক্যাম্প কোম্পানী কমান্ডার রহিত পাল বাংলা হিলি সিপি বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার গোলাম মোস্তফার হাতে ৮টি মিষ্টির প্যাকেট তুলে দিয়ে দিপাবলীর শুভেচ্ছা জানান।

হিলি সিপি ক্যাম্প কোম্পানি কমান্ডার মোস্তফা জানান, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রতি ও ভাতৃত্ববোধ বজায় রাখতে দু'দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে সম্পর্ক আরো জোরদাড় হবে বলে জানান তিনি।

এ সময় উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 
 

Bootstrap Image Preview