Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকায় সমাপ্তি ঘটল চার দিনব্যাপী ইরানি চলচ্চিত্র প্রদর্শনীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ১১:১৪ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ১১:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিশ্বের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার থেকে শুরু করে বিশ্বের প্রায় সব আন্তর্জাতিক উৎসব থেকে পুরস্কার লাভের নজির তৈরি করা ইরানি চলচ্চিত্রগুলো নিয়ে আয়োজিত ইরানি চলচ্চিত্র প্রদর্শনীর সমাপ্তি ঘটলো।

আজ মঙ্গলবার (৬ নভেম্বর) বিকাল ৪.৩০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী প্রদর্শনীর সমাপনী ঘোষণা করা হয়।

সমাপনী দিনে সকাল ১১ টায় রেজা মীর কারিমীর চলচ্চিত্র “টুডে” এবং বিকাল ৩ টায় বেহজাদ রাফিয়ীর চলচ্চিত্র রানা’স সাইলেন্স এর প্রদর্শনী করা হয়। এছাড়াও, উদ্বোধনি দিন থেকে মোট সাতটি চলচ্চিত্র দেখানো হয় প্রদর্শনীটিতে।

প্রদর্শনীর উদ্বোধনী করেন অনুষ্ঠানটির প্রধান অতিথি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা জনাব ইকবাল সোবহান চৌধুরী। বাংলাদেশে শিল্পকলা একাডেমির নাট্য ও চলচ্চিত্র বিজ্ঞান বিভাগের পরিচালক জনাব মো. বদরুল আনাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জনাব এবরাহীম শাফেয়ী রেযভানী নেযাদ, প্রখ্যাত অভিনেত্রী ও নাট্য পরিচালক লাকি এনাম এবং স্বাগত বক্তা হিসেবে ছিলেন ইরান সাংস্কৃতিক কেন্দ্রের ভারপ্রাপ্ত কালচারাল কাউন্সেলর ড. সাইয়্যেদ মাহদী হোসেইনী ফায়েক।

ড. সাইয়্যেদ মাহদী হোসেইনী ফায়েক বলেন, ইরানের চলচ্চিত্র নির্মাণ কৌশল, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ও গুণগত মানের দিক থেকে শিল্প চোখ ধাঁধানো পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। দেশটির শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের একই সাথে উন্নয়ন হয়েছে দেশটির চলচ্চিত্র শিল্পের। বর্তমানে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে ইরানি চলচ্চিত্রের বিশেষ পরিচিতি রয়েছে। মানবতা, ন্যায়বিচার, স্বাধীনতা এবং মানুষের প্রকৃতির বিশুদ্ধতার বার্তা সরবরাহের কারণেই ইরানি চলচ্চিত্র আজ বিভিন্ন দেশ, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।

বিশ্বের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার থেকে শুরু করে বিশ্বের প্রায় সব আন্তর্জাতিক উৎসব থেকে পুরস্কার লাভের নজির তৈরি করেছে ইরানের চলচ্চিত্র শিল্প যা দেশটির চলচ্চিত্র শিল্পি, পরিচালক, প্রযোজক ও কলকুশলিদের সফলতার দৃষ্টান্ত।

উল্লেখ্য, আগামী ৯ থেকে ১৩ নভেম্বর, ২০১৮ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগীয় মিলনায়তনে ইরানি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

Bootstrap Image Preview