Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে কৃষকের শিশু পুত্রের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৮:২৮ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৮:২৮ PM

bdmorning Image Preview


হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলার পারআশাপুর গ্রামের কৃষক মো. মোস্তফা ফকিরের শিশুপুত্র রনি ফকিরকে (১৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

সোমবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন পালিত হয়। এতে শতাধিক এলাকাবাসী অংশ নেন। 

রনি ফকিরের বাবা মো. মোস্তফা জব্বার সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার পূর্ব শক্রতার জের ধরে একই গ্রামের আলীম শেখ ও তার সহযোগীরা রনিকে কুপিয়ে আহত করে। বর্তমানে সে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের পর তাকে মামলা প্রত্যাহারের জন্য ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। তারা অবিলম্বে আসামিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

Bootstrap Image Preview