Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাঝআকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৭:২৫ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৭:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কানাডার রাজধানী অটোয়ার পশ্চিমে অন্টারিও এলাকায় মাঝআকাশে ছোট একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষে ছোট আরেকটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির পাইলট নিহত হয়েছেন।

খবরে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় ভোরে অটোয়ার ১৮ মাইল পশ্চিমে অন্টারিওর কার্প এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। টুরবোপ্রোপ পিপার পিএ-৪২ ও সেসনা এয়ারক্রাফটের দুটি বিমানের মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ জানিয়েছে, অটোয়ার ৩০ কিলোমিটার পশ্চিমে অন্টারিও প্রদেশের কার্প এলাকার আকাশের ওই দুর্ঘটনাস্থলের প্রকৃত পরিস্থিতি অজানাই রয়ে গেছে। বিধ্বস্ত ওই সেসনা উড়োজাহাজটিতে পাইলট একাই ছিলেন। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

দ্বিতীয় উড়োজাহাজটি একটি টার্বোপ্রপ পাইপার পিএ-৪২। দুর্ঘটনার পর এটি যাত্রাপথ পরিবর্তন করে অটোয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

কানাডা পরিবহনের এক মুখপাত্র, সংঘর্ষের পর টুরবোপ্রোপ পিপার পিএ-৪২-এর রুট পরিবর্তন করে অটোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পাঠিয়ে দেয়া হয় এবং সেখানে নিরাপদে অবতরণ করে।

Bootstrap Image Preview