Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরানের তেল বিক্রি অব্যাহত থাকবে

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৫:১৩ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৫:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আমেরিকা চায় আমাদের তেল বিক্রি শুন্যের কোঠায় নামুক। কিন্তু আমেরিকার সে আশা পূরণ হবে না। আমরা তেল বিক্রি করতেই থাকবো।

আজ সোমবার এসব কথা বলেন তিনি।

ইরানের ব্যাংকিং, জ্বালানি ও আরো অন্য খাতে আজ থেকে নতুন করে আমেরিকার দেওয়া নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ফলে দেশটি অর্থনৈতিক চাপে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

তবে ইরানে প্রেসিডেন্ট রুহানি আমেরিকার নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়ে উল্টো একধরণের হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, শত্রুরা (আমেরিকা) এখন আমাদের অর্থনীতির ওপর লক্ষ করেছে। তারা আমাদের অর্থনীতিকে ধ্বংস করতে চায়। তাদের নিষেধাজ্ঞার মূল লক্ষ্যবস্তু হল আমাদের দেশের জনগণ।

অবশ্য আমেরিকা ইরানের ওপর নতুন করে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত দিয়েছেন। তবে ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে ওইসব শর্ত।

ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনি বলেন, আমেরিকার সঙ্গে কোন আলোচনায় বসবে না ইরান।

Bootstrap Image Preview