Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমিই বিশ্বের একমাত্র ‘স্বৈরশাসক’ যে স্বেচ্ছায় পদত্যাগ করছি: মাহাথির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৫:০৪ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৫:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


দুই বছরের মধ্যে আনোয়ার ইব্রাহীমের নিকট মালয়েশিয়ার ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতির কথা পুনরাবৃত্তি করে দেশটির প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেন, আমার প্রতিশ্রুতি হচ্ছে দুই বছরের মধ্যেই আমি পদত্যাগ করব। আমি প্রতিশ্রুতি দিয়ে করিনি, আপনারা কি আমার এমন কিছু দেখেছেন? আমিই হচ্ছি বিশ্বের একমাত্র ‘স্বৈরশাসক’ যে কিনা স্বেচ্ছায় পদত্যাগ করতে যাচ্ছে। এ জন্য প্রয়োজনীয় যে সকল পদক্ষেপ নেয়া দরকার তা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মালয়েশিয়ার অন্যতম রাজনৈতিক দল পিকেআরের রাজনৈতিক শাখা তিতিওয়াংষা বারসাতু এর একটি আলোচনায় সভায় এক প্রশ্নের জবাবে ড. মাহাথির এসব কথা বলেন।

বর্তমানে আনোয়ার ইব্রাহীম এবং ড. মাহাথিরের মধ্যকার সম্পর্ক ঠিক কোন পর্যায়ে রয়েছেন এমন একটি প্রশ্নের জবাবে তিনি রহস্যচ্ছলে তার পাশে বশে থাকা আনোয়ার ইব্রাহীমের দিকে ইঙ্গিত করে বলেন, আমি তার সাথে যুদ্ধ করতে চাই কিন্তু তিনি আমার দিকে তাকিয়ে শুধু হেসে দেন।

এর প্রতি উত্তরে আনোয়ার ইব্রাহীম বলেন, ড. মাহাথিরের সাথে আমার কোনো সমস্যা নেই। গণমাধ্যমগুলো এ বিষয়টি বারবার জানতে চায়, এটিই মূলত সমস্যা।

প্রসঙ্গত, এবারই প্রথম আনোয়ার ইব্রাহীম পাকতান হারপানের কোনো প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সভায় যোগদান করেছেন

এদিকে গত কয়েকদিন আগে আনোয়ার ইব্রাহীমকে ইন্দোনেশিয়ার পাদাং স্টেট বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়টির সর্বোচ্চ সম্মান সূচক পুরস্কার 'DR Honoris Causa' (DR HC) ডিগ্রি দেওয়া হয়। রাজনৈতিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য পাদাং স্টেট বিশ্ববিদ্যালয়ের দেয়া এই পুরস্কার বিশ্ববিদ্যালয়টির রাজনৈতিক শিক্ষা বিভাগের সর্বোচ্চ সম্মাননা।

Bootstrap Image Preview