Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আজও পতনে শেষ লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৪:১৬ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৪:১৬ PM

bdmorning Image Preview


দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ারের দাম।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩৯ টি কোম্পানির ১৪ কোটি ৩১ লাখ ৯৬ হাজার ৯৫৮ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। দিনভর লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৫ টির, কমেছে ১৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১ টি কোম্পানির শেয়ার।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৪.০৫ পয়েন্ট কমে ৫২২৪.৯৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.৪০ পয়েন্ট কমে ১৮৪৮.২৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৬.৬৭ পয়েন্ট কমে ১২০৪.৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- খুলনা পাওয়ার, সায়হাম টেক্সটাইল, নূরানী ডাইং, ইনটেক লিঃ, ড্রাগন সোয়েটার, ইন্ট্রাকো রিফুয়েলিং, সায়হাম কটন, ভিএফএস থ্রেড, পেনিনসুলা ও এডভ্যান্ট ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এস আলম কোল্ড রোল্ড, ওয়াটা কেমিক্যাল, লিগেসী ফুটওয়্যার, সায়হাম টেক্স, রূপালি লাইফ, পাওয়ার গ্রীড, পেনিনসুলা চিটাগাং, ফাইন ফুডস ও ডেফোডিল কম্পিউটার।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- স্টাইলক্র্যাফট, খুলনা পাওয়ার, মবিল যমুনা, ইন্দো-বাংলা ফার্মা, মার্কেন্টাইল ইন্সুঃ, সিলভা ফার্মা, সায়হাম কটন, নূরানী ডাইং, এম এল ডাইং ও মতিন স্পিনিং।

ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৩৮ কোটি ২০ লাখ ৫৪ হাজার ৪৬৬ টাকা।

Bootstrap Image Preview