Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছেলেকে বাঁচাতে দেশবাসীর কাছে সাহায্যের জন্য হাত বাড়ালেন বাবা

শেখ জাকির হোসেন,  দিনাজপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ১২:৩৬ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ১২:৩৬ PM

bdmorning Image Preview


দিনাজপুরের বীরগঞ্জ বলদিয়া পাড়া গ্রামে সাকিব নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রের দু'টি কিডনী নষ্ট হওয়ার পথে । তাকে বাঁচাতে দেশবাসীর কাছে সাহায্যর হাত বাড়িয়েছেন সাকিবের পিতা মাতা।

সাকিব বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের বলদিয়া পাড়া গ্রামের সামছুল হোকের ছেলে। সে বলদিয়া পাড়া সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের সাকিব পঞ্চম শ্রেণির ছাত্র। সমাপনী মডেল টেস্ট পরীক্ষায় 'এ' গ্রেড পেয়েছে সে। হত দরিদ্র পরিবারের ছেলে সাকিব, বাবা ভ্যান চালক, মা ঢাকায় গার্মেন্টস কর্মী। অভাব অনটনের সংসার চালাতে না পেরে মা ঢাকায় গিয়েছে, বাবাও তেমন কর্মক্ষম না।

এরই মধ্যে সাকিবের শরীরে দানা বেঁধেছে কিডনি জনিত সমস্যা। ধীরে ধীরে সাকিবের শরীর ফুলে যাওয়ায় তাকে ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তার দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষার পর জানা যায়, সাকিবের দু'টি কিডনি নষ্টের দিকে। এই কথা শোনার পর বাবা মায়ের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। সাকিবের বাবা মা চায় সন্তান যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে।

সাকিবের চিকিৎসার জন্য এখন অনেক টাকার প্রয়োজন। তাই ছেলেকে বাঁচাতে দেশ বিদেশের মহান মানুষদের কাছে তাই সাহায্য প্রার্থনা করেন সাকিবের পিতা সামছুল হোক। 

সাকিবকে সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বরে ০১৭১৭৮৭৮৯৫৭, সাকিবের ভাই শামিম, বীরগঞ্জ, দিনাজপুর। প্রয়োজনে ০১৭১৮৯১১১০৪। 



 

Bootstrap Image Preview