Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফের পরমাণু অস্ত্র কর্মসূচি শুরুর হুমকি উত্তর কোরিয়ার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ১২:০৯ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ১২:০৯ PM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে ফের পরমাণু অস্ত্র কর্মসূচি শুরুর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হুশিয়ারি দেয়।

পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে উত্তর কোরিয়া দৃশ্যমান পদক্ষেপ না নিলে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর হুমকির একদিন পর পিয়ংইয়ং এ পাল্টা হুমকি দিল। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া ওই বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র মনে করে বারবার নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ নিরস্ত্রীকরণের লক্ষ্যে নিয়ে যাবে- এ ধরনের বোকামির ধারণায় আমরা কেবল হাসতেই পারি।’ আরও বলা হয়েছে, সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা ও নিষেধাজ্ঞা একসঙ্গে চলতে পারে না।

এ ইস্যুতে ওয়াশিংটন তার অবস্থান পরিবর্তন করতে ব্যর্থ হলে ‘পিয়ংজিন’ নীতি গ্রহণ করা হবে। যার অর্থ হল, একইসঙ্গে অর্থনৈতিক উন্নয়নের প্রচেষ্টা এবং পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি চলবে।

Bootstrap Image Preview