Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাহরাইনে বিরোধদলীয় নেতা শেইখ আলির যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ১০:৩২ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ১০:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বাহরাইনের বিরোধীদলীয় নেতা শেইখ আলি সালমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তার বিরুদ্ধে কাতারের পক্ষে গুপ্তচরবৃত্তি করার অভিযোগ আনা হয়েছে। রোববার দেশটির আপিল আদালত এ রায় দেয়্।

এর আগে বাহরাইনের হাইকোর্ট সালমানকে বিরোধী রাষ্ট্রের সঙ্গে ‘আঁতাতের’ অভিযোগে অভিযুক্ত করেছিল। ২০১৭ সালে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাহরাইন।

রায়ের প্রতিক্রিয়ায় মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, ‘ভিন্ন মতাবলম্বীদের ওপর বাহরাইন যে নিপীড়ন চালাচ্ছে এই রায় তার হাস্যকর অনুকরণ।’

আলি সালমানের বিরুদ্ধে ২০১১ সালে তার নিষিদ্ধঘোষিত দল আল-ওয়েফাক এবং অপর বিরোধী দলীয় নেতা হাসান সুলতান ও আলি আল আসওয়াদকে সঙ্গে নিয়ে সরকার বিরোধী বিক্ষোভের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। ওই ষড়যন্ত্রে কাতারের মদদ ছিল বলেও দাবি করা হয়েছে।

মামলার প্রসিকিউটর জানিয়েছেন, এই তিনজনের বিরুদ্ধে বাহরাইনের বিরুদ্ধে বিদ্রোহ এবং কাতারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সাংবিধানিক সরকারকে উচ্ছেদের প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

যদিও এই অভিযোগ সাত বছর আগে আনেনি বাহরাইন সরকার। গত বছর কাতারের সঙ্গে বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত ও মিশরের সম্পর্ক ছেদ করার পর সাত বছর আগের অভিযোগকে সামনে নিয়ে আসা হয়।

Bootstrap Image Preview