Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাপানের সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী তরী

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ০৭:১৭ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ০৭:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


২৯ অক্টোবর শুরু হওয়া জাপানের ইতিহাসে এ যাবৎকালের সর্ববৃহৎ সামরিক মহড়ায় পারমানবিক শক্তিচালিত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান জাপানি ডেস্ট্রয়ার ও কানাডার যুদ্ধ জাহাজগুলোকে নেতৃত্ব দিচ্ছে। জাপানের নৌবাহিনী, বিমান বাহিনীর ৫৭ হাজার সেনা এ মহড়ায় অংশ নিচ্ছে। মহড়ার নাম দেয়া হয়েছে ‘কিন সোর্ড’।

মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের কমান্ডার রিয়ার এ্যাডমিরাল কার্ল থমাস বলেছেন, এ মহড়ায় আমরা আমাদের দক্ষতা দেখাতে চাই। মার্কিন ন্যাভাল অপারেশন চিফ এ্যাডমিরাল জন রিচার্ডসন বলেন, আমাদের মিত্রদের কাছে প্রতিশ্রুতির পরিচায়ক হচ্ছে এই মহড়া। মহড়ায় আমরা দেখাতে চাই শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আধুনিক প্রযুক্তির সর্বশেষ নিদর্শন কিভাবে ব্যবহার হতে পারে।

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যানে ৫ হাজার নাবিক ছাড়াও ৯০টি এফ-১৮ সুপার হরনেটস যুদ্ধবিমান রয়েছে। মহড়ায় নেতৃত্বদানকারী জাপান নৌবাহিনীর রিয়ার এ্যাডমিরাল হিরোইশি এগাওয়া বলেন, ইন্দো-প্যাসিফিক ছাড়াও এ অঞ্চলে মার্কিন-জাপান মিত্র শক্তি যে অপরিহার্য তা বলার অপেক্ষা রাখে না।

মহড়ায় ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয় ও দক্ষিণ কোরিয়ার পর্যবেক্ষকরা অংশ নিচ্ছেন। মহড়া চলবে ৮ নভেম্বর পর্যন্ত।

Bootstrap Image Preview