Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সম্মাননা পাচ্ছেন ৫১৫ জন সেরা করদাতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ০৩:৪৩ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ০৩:৪৩ PM

bdmorning Image Preview


জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি বছর দীর্ঘমেয়াদী, সর্বোচ্চ, নারী ও তরুণ ক্যাটাগরিতে ৫১৫ জনকে সেরা করদাতার সম্মাননা দিবে । সম্মাননা প্রাপ্তদের মধ্যে ২০১৭-১৮ কর বছরে ৩৭০ জন সর্বোচ্চ আয়কর প্রদানকারী ও ১৪৫ জন দীর্ঘসময় ধরে আয়কর প্রদানকারী রয়েছেন।এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিষয়টি নিয়ে ইতোমধ্যে এনবিআর একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ঘোষিত জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা-২০০৮ এর বিধান অনুযায়ী আয়কর সম্মাননা প্রাপ্ত ব্যাক্তিদের তালিকা করা হয়েছে।

তালিকায় ১০টি সিটি করপোরেশনসহ ৬৪টি জেলায় দীর্ঘমেয়াদী, সর্বোচ্চ, নারী ও তরুণ ক্যাটাগরিতে মোট ৫১৫ জনকে সেরা করদাতা হিসেবে নির্বাচন করা হয়েছে।

বিষয়টি নিয়ে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া পরিবর্তন ডটকমকে বলেন, যারা কর দিয়ে রাজস্ব ভাণ্ডার সমৃদ্ধ করছেন তারা দেশের সম্মানিত ব্যাক্তি। এজন্য করদাতাদের সম্মানিত করতে ও কর প্রদানে দেশের মানুষকে উৎসাহিত করতে সেরা করদাতাদদের সম্মাননা দিবে এনবিআর।

Bootstrap Image Preview