Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাংবাদিকদের দক্ষতা বাড়াতে কর্মশালা করাচ্ছে বিএসইসি ও সিএমজেএফ

অর্থনৈতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৮:৫৩ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৮:৫৩ PM

bdmorning Image Preview


শেয়াবাজার সংক্রান্ত রিপোর্টারদের পেশাগত দক্ষতা বাড়াতে শেয়ারবাজার নিয়ন্ত্রকসংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ও ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরাম (সিএমজেএফ)র যৌথ উদ্যোগে কর্মশালার আয়োজন করা হয়েছে।

আগামী ১২ নভেম্বর ২০১৮, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ২টা পর্যন্ত বিএসইসির অডিটোরিয়ামে এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

শনিবার সিএমজেএফের সাধারণ সম্পাদক মনির হোসেন কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।

কর্মশালাটি উদ্বোধনের কথা রয়েছে বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের।

কর্মশালায় অংশ নিতে আগামী ৯ নভেম্বর ২০১৮, তারিখের মধ্যে সিএমজেএফের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য নিয়াজ মাহমুদের কাছে নাম অন্তর্ভুক্তির আহ্বান করা হয়েছে। আগ্রহীদের নিয়াজ মাহমুদের মোবাইল নম্বর, ০১৯২০৮৯২২২৪ নাম্বারে ইংরেজি অক্ষরে সঠিক বানানে নাম এবং প্রতিষ্ঠানের নাম এসএমএসের মাধ্যমে পাঠাতে হবে।

তা ছাড়া সিএমজেএফের সদস্যের বাইরেও কর্মশালাটি সবার জন্য উম্মুক্ত। শেয়ারবাজারের রিপোর্ট করছেন, এমন যে কোনো রিপোর্টার কর্মশালায় অংশ নিতে পারবে। কেবলমাত্র নিবন্ধনকারীগণই কর্মশালায় অংশ নিতে পারবে।

Bootstrap Image Preview