Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে বিভিন্ন সংগঠনের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৮:৩৬ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ০৯:৪৮ AM

bdmorning Image Preview


অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে বিভিন্ন সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বনপাড়া বাইপাস মোড়ে বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পণ করেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আ'লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসসহ অন্যান্য নেতাকর্মীরা।

সকাল ১১টায় বনপাড়াস্থ আ'লীগের স্থানীয় কার্যালয়ে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানের প্রতিকৃতিতে ও পরে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ'লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ আ'লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হল রুমে মাঝগাঁও ইউনিয়ন আ'লীগের সভাপতি খোকন মোল্লার সভাপতিত্বে দিবসের আলোচনায় বক্তব্য রাখেন, জেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী ও বিভিন্ন নেতৃবৃন্দ।

বিকেল ৪টায় উপজেলার নগর ইউনিয়নের মনপীড়িত মাদ্রাসা মাঠে উপজেলা আ'লীগ সভাপতি আব্দুল জলিল প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ও অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও দুপুর ২টায় বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তার সভাপতিত্বে বনপাড়াস্থ প্রেসক্লাব কার্যালয়ে, বনপাড়া শহর ছাত্রলীগের সভাপতি শাকিব সোনারের সভাপতিত্বে স্থানীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

Bootstrap Image Preview