Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দোহারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৭:৩৫ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৭:৩৫ PM

bdmorning Image Preview


দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি:

ঢাকার দোহার উপজেলা থেকে এ্যানি আক্তার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ নভেম্বর) সকালে দোহার থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত এ্যানি আক্তার উপজেলার নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়া গ্রামের মো. আলম মোল্লা ও রেহানা বেগমের মেয়ে।

নিহতের পিতা মো. আলম মোল্লা জানান, আমি ও আমার স্ত্রী বাড়িতে ছিলাম না। সকাল ১০টায় বাড়িতে ফিরে এসে দেখি এ্যানির ঘরের দরজা খোলা। অনেক বার ডাকাডাকি করার পরেও এ্যানি ঘর থেকে বের না হলে ঘরের ভেতর প্রবেশ করে দেখতে পাই এ্যানি সিলিং ফ্যানের সাথে গলায় উড়না পেঁচানো অবস্থায় ঝুলছে।

ডাক চিৎকারে স্থানীয়রা এসে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে দোহার থানায় নিয়ে আসে। আমার মেয়ের সাথে আগে পরে কারো কোন ঝগড়া ছিল না। এমনকি স্বামীর সাথেও না বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ৮ বছর আগে উপজেলার বিলাসপুর ইউনিয়নের রশিদ মাদবরের ছেলে সৌদি প্রবাসী মো. আক্কাস মাদবরের সাথে এ্যানির বিয়ে হয়। ১ বছর পর এ্যানি আফরোজা আক্তার (৭) নামে কন্যা সন্তানের মা হয়। বর্তমানে আফরোজা স্থানীয় একটি মাদ্রাসায় ২য় শেনিতে পড়ে। আফরোজার পড়াশোনার জন্য এ্যানি বাবার বাড়িতেই থাকতো। মো. আলম মোল্লা ও রেহানা বেগমের ৩ মেয়ের মধ্যে এ্যানি ছিল দ্বিতীয়।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর আসল কারন জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Bootstrap Image Preview