Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০৪:৫৩ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০৪:৫৩ PM

bdmorning Image Preview
প্রতীকী


চট্টগ্রাম প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে 'বন্দুকযুদ্ধে' দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ পুলিশ।

শুক্রবার (২ নভেম্বর) ভোররাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে দাবি পুলিশের।

পুলিশ জানিয়েছে, নিহত দু'জনের নামই মোহাম্মদ সাদ্দাম। তারা দু'জনই চিহ্নিত মাদক চোরাকারবারি। এরমধ্যে টেকনাফের হ্নীলার সুলতান আহম্মেদের ছেলে মোহাম্মদ সাদ্দামের (৩০) বিরুদ্ধে টেকনাফ থানায় চারটি এবং সাবরাংয়ের তোফায়েল আহম্মদের ছেলে মোহাম্মদ সাদ্দামের (৩৫) বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, পুলিশের একটি দল শুক্রবার (২ নভেম্বর) ভোররাতে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকায় অভিযান চালিয়ে তোফায়েলের ছেলে সাদ্দামকে গ্রেফতার করে। এ সময় আসামিকে ছিনিয়ে নিতে তার সহযোগী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। দু'জনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ ২০ হাজার ইয়াবা, তিনটি বন্দুক ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করে। এ অভিযানে চার পুলিশ সদস্যও আহত হয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview