Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাপাহারে বিদ্যুতের আলোয় আলোকিত হল ৬ শতাধিক পরিবার 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০৪:৪৬ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০৪:৪৬ PM

bdmorning Image Preview


গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নে বিদ্যুতের আলোয় আলোকিত ৬৮৬টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় শিরন্টী ইউনিয়নের বিভিন্ন স্থানে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক তাহের উদ্দীন এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন বিদ্যুৎ সংযোগ স্থাপনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ নওগাঁ-১ আসনের সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম শাহীন চৌধুরী, জেলা পরিষদ সদস্য মন্মথ সাহা, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শাহজাহান হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক ইসফাত জেরিন মিনা, শিরন্টি ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।

পৃথক পৃথক সময়ে শিরন্টী ইউনিয়নের বাখরপুর-নয়াপাড়া গ্রামে ২৯৭টি, কৈকুড়ী-শিতলডাঙ্গা গ্রামে ১৮৮টি, এবং রাইপুর, বিন্যাকুড়ী, লালডাঙ্গা, ভুতকুড়ী ও ত্রিশুলডাঙ্গা গ্রামে ২০১টি নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ সময় এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, আওয়ামীলীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
 

Bootstrap Image Preview