Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যাত্রা শুরু টুঙ্গিপাড়া এক্সপ্রেসের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০২:৪১ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০২:৪১ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি ও স্মৃতি বিজড়িত গোপালগঞ্জের গোবরা থেকে রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ আজ সকাল থেকে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করেছে।

শুক্রবার সকাল ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জের গোবরা রেলওয়ে স্টেশন থেকে ৭৮৩নং টুঙ্গীপাড়া এক্সপ্রেস ছেড়ে যায়। ট্রেনটি ঈশ্বরদী জংশন হয়ে রাজশাহী পৌঁছাবে মাত্র ছয় ঘণ্টায়। এই পথের দূরত্ব ২৫৬ কিলোমিটার। রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যাবস্থাপক (ডিআরএম) শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ট্রেনটির উদ্বোধন করেন।

পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিন জানান, ৭৮৩নং (আপ) টুঙ্গীপাড়া এক্সপ্রেস প্রতিদিন সকাল ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জের গোবরা থেকে ছাড়বে।

পরবর্তীতে রাজশাহী থেকে ৭৮৪নং (ডাউন) টুঙ্গীপাড়া এক্সপ্রেস বেলা ৩টা ৩০ মিনিটে ছেড়ে এসে গোবরা পৌঁছাবে রাত ১০টায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেন  জানিয়েছেন, দুটি ট্রেনে ৮টি করে কোচ থাকবে। সর্বমোট ১৬টি কোচ গোবরা-ঈশ্বরদী-রাজশাহী ও রাজশাহী-ঈশ্বরদী-গোবরা রুটে চলাচল করবে। ৭৮৩নং (আপ) ৭৮৪ নং (ডাউন) সপ্তাহে সোমবার বন্ধ থাকবে। এছাড়া বাকি ছয়দিন যথানিয়মে চলাচল করবে।

প্রসঙ্গত, প্রথমে ট্রেনটির নাম ‘বঙ্গমাতা এক্সপ্রেস’ করা হলেও পরবর্তীতে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ নামকরণ করা হয়।

Bootstrap Image Preview