Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস আজ

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০২:২৮ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০২:২৮ PM

bdmorning Image Preview


স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান কার্যক্রমকে জাতীয়ভাবে সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যে সারাদেশে আজ শুক্রবার পালিত হচ্ছে ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস।’ দিবসটির এবারের প্রতিপাদ্য ‘দৃষ্টি ফেরায় চক্ষুদান, রক্তদানে বাঁচে প্রাণ।’

দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশে স্বেচ্ছায় রক্তদান ও চক্ষুদানের পরিস্থিতি তুলে ধরে মানুষের মধ্যে আরো সচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় একটি শোভাযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বটতলায় গিয়ে শেষ হবে। পরে সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Bootstrap Image Preview