Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এক দিনে সব পাওয়া যায় না: আ স ম রব

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০২:১৭ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০২:১৯ PM

bdmorning Image Preview


বহুল আলোচিত সংলাপ চলমান থাকবে বলে জানানো হলেও গণভবনে অনুষ্ঠিত সাড়ে তিন ঘণ্টার আলোচনায় বড় ধরনের কোনো ফল বেরিয়ে আসেনি।গতকাল গণভবনে সংলাপ শেষে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র আ স ম আবদুর রবকে সাংবাদিকেদের করা প্রশ্ন সংলাপ থেকে আপনারা কী পেলেন জানতে চাইলে তিনি বলেন, সব সময় কি সব কিছু অর্জন হয় নাকি।

তিনি আরো বলেন, আমরা সাত দফা কর্মসূচি দিয়েছি। মানা না মানার দায়িত্ব সরকারের। আমাদের কর্মসূচি আমরা দিয়েছি, এ নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আ স ম রব বলেন, এক দিনে সব পাওয়া যায় না।

সংলাপে সমাধানের আগে নির্বাচনে তফসিল ঘোষণা হবে কি না এমন প্রশ্নে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, আমরা তফসিলের বিষয়ে বলেছি। উনি (প্রধানমন্ত্রী) বলেছেন তফসিল দেওয়ার এখতিয়ার নাই। সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত জানাবে।সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, গণফোরামের জগলুল হায়দার আফ্রিকসহ নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা ৪০ মিনিট পর্যন্ত সাড়ে তিন ঘণ্টার ওপরে সংলাপ হয়। সংলাপে ড. কামাল হোসেন ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। যদিও গণভবনে পাঠানো তালিকায় নাম ছিল ২১ জনের। তবে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় যাননি।

Bootstrap Image Preview