Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নড়িয়ার এসিল্যান্ড এর বিদায়ী সংবর্ধনা

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০২:০৫ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০২:০৫ PM

bdmorning Image Preview


শরীয়তপুরের নড়িয়ার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রেসক্লাব।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। 

প্রেসক্লাবের সভাপতি ডি এম বরকত আলী মুরাদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেকান্দার আলম রিন্টুর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিদায়ী এসিল্যান্ড আব্দুল্লাহ আল মামুন।

বিদায়ী সংবর্ধনায় বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা ইলেকট্রনিক জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি রুকুনুজ্জামান পারভেজ, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান খান, এনটিভি ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আব্দুল আজিজ শিশির।

এসময় আরও উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ও সরেজমিন প্রতিনিধি নুরে আলম জিকু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আব্দুল খালেক ইমন, ক্রাইমওয়াচ বিডি ডটকম জেলা প্রতিনিধি এইস এম আতিক ইকবাল রবিন, সাংগঠনিক সম্পাদক ও বর্তমান এশিয়ার বার্তা সম্পাদক মাহবুব আলম, দফতর সম্পাদক ও বিজনেজ বাংলাদেশ প্রতিনিধি হাফিজুর রহমান, শিক্ষা ও পাঠাগার সম্পাদক ও আনন্দ টিভি জেলা প্রতিনিধি জামাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ও এস টিভি বাংলার জেলা প্রতিনিধি আসাদ গাজী, প্রচার সম্পাদক সালাম মৃধা, সদস্য ও নতুন সময় স্টাফ রিপোর্টার এস এম জীবন রায়হান, অর্থ বিষয়ক সম্পাদক ও প্রানের বাংলাদেশ প্রতিনিধি মেহেদী হাসান, তথ্য বিষয়ক সম্পাদক ও রুদ্রবার্তা প্রতিনিধি ইলিয়াছ মাহমুদ প্রমুখ।

উল্লেখ্য যে, নড়িয়া উপজেলা প্রেসক্লাব এই প্রথম কোন সরকারি কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দিয়েছে।

Bootstrap Image Preview