Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেবহাটায় ৩২ প্রকল্পের উদ্বোধন 

মীর খায়রুল আলম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০১:৪২ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০১:৪২ PM

bdmorning Image Preview


সাতক্ষীরা- ৩ আসনের দেবহাটা উপজেলায় ৩২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক আ.ফ.ম রুহুল হক এমপি।

শুক্রবার (১ নভেম্বর) ১০টায় উপজেলা আওয়ামী লীগের সার্বিক ব্যবস্থাপনায় সখিপুর বাজারে আয়োজিত সভায় উক্ত প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আ.ফ.ম রুহুল হক। 

উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছে। দেশের মানুষ বর্তমান সরকারের উন্নয়নের সুবিধা ভোগ করছে। সরকার আজ দেশের প্রতিটি বিভাগে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। আর এই উন্নয়নের সুবিধা ভোগ করছে গরীব, দুঃখিসহ দেশের প্রতিটি মানুষ। যাদের ঘর নেই তাদের পাকাঘর তৈরি করে দিয়েছে। বেকারদের জন্য ন্যাশনাল সার্ভিসসহ কারিগরি শিক্ষার মাধ্যমে চাকরির ব্যবস্থা করা হয়েছে।

তাছাড়া ভিক্ষুকদের জন্য প্রকল্প নিয়ে পুনর্বাসিত করা হয়েছে। মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, শিক্ষাবৃত্তি, বয়স্কভাতাসহ অসংখ্য ভাতাভোগীদের ভাতার পরিমাণ বৃদ্ধির পাশাপাশি উপকারভোগীর সংখ্যা বাড়িয়ে দ্বি'গুনের বেশি করেছে। 

তারই ধারাবাহিতকায় সখিপুর বাজার হতে ভাতশালা ইউএনআর পর্যন্ত পিচের রাস্তা, সুবর্ণাবাদ হতে ব্যাংদা পর্যন্ত পিচের রাস্তা, পারুলিয়া আর এন্ড এইচ হতে বড়শান্তা পর্যন্ত পিচের রাস্তা, শশাডাঙ্গা বাজার হতে ই-দাড়ার খাল হতে গোবরাখালি পর্যন্ত পিচের রাস্তা নির্মাণ, বড়শান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ, দক্ষিণ নাজিরেরঘের সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন, নুনেখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তুর স্থাপন, চরবালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তুর স্থাপন, নাংলা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকৃত ভবন, টিকেট পূর্বপাড়া নির্মানকৃত ভবন, পুটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকৃত ভবন, আতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকৃত ভবনসহ মোট ৩২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোসলেউদ্দীন মুকুল, সদস্য মাহবুবুল হক ফয়জুল, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, আমেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহরুল ইসলাম, ইউপি সদস্য আবুল হোসেন, আব্দুল করিম, মোখলেছুর রহামান, মোনাজাত আলী, হাফিজুর রহমান, ফরহাদ হোসেন হিরা, স্থানীয় সুধীজন আবুল হোসেন, হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। 

এদিকে, উদ্বোধনীয় অনুষ্ঠান শেষে বিএনপি সমার্থিত কয়েকজন সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন, উপজেলার সখিপুর গ্রামের সাবুর আলীর ছেলে শরিফুল ইসলাম পিটু, একই গ্রামের আফসার আলীর ছেলে লতিফুর রহমান বাবু, সেলিম সরদারের ছেলে সাদিকুজ্জামান সোহাগ, জোহর আলীর ছেলে আলমগীর কবির, আব্দুল ওহাব আলীর ছেলে আলমগীর হোসেন, আব্দুল আজিজ আলীর ছেলে শাহিন আলম, খেজুরবাড়িয়া গ্রামের খোকনের ছেলে আব্দুস সেলিম, একই গ্রামের আব্দুল গাজীর ছেলে আশরফ, মনু গাজীর ছেলে ওহিদুল ইসলাম, হাদিপুর গ্রামের মানিক লাল তরফদারের ছেলে পঙ্কজ তরফদার।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান। 

Bootstrap Image Preview