Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে গ্রামবাসীর হাতে ২ ডাকাত আটক, আহত ২

আব্দুল্লাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ১১:৪৫ AM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ১১:৪৫ AM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ২জন স্বশস্ত্র ডাকাত গ্রামবাসীর হাতে আটক হয়েছে। এসময় ডাকাতদের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (৩১ অক্টোবর) গভীর রাতে উপজেলার পশ্চিম যুধিষ্টিপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, বুধবার গভীর রাতে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের পশ্চিম যুধিষ্টিপুর গ্রামের মাহমুদুর রহমানের বাড়িতে অস্ত্রধারী ডাকাতরা হানা দেয়। অস্ত্রেরমুখে ডাকাতরা বাড়ির সকল নারী পুরুষদের বেধেঁ ফেলে। ডাকাতরা বাড়ির বিভিন্ন কক্ষ তছনছ করে দু'টি মোবাইল ও নগদ চার হাজার টাকা নিয়ে একই গ্রামের পার্শ্ববর্তী রহমত আলীর বাড়িতে হানা দেয়। 

ডাকাতরা রহমত আলীর বাড়ি ডাকাতিকালে আশেপাশের বাড়ির লোকজন রহমত আলীর বাড়িতে ডাকাতির বিষয়টি টের পেয়ে চিৎকার চেচামেচি শুরু করলে গ্রামের লোকজন ডাকাতদের প্রতিরোধে এগিয়ে আসে। 

এসময় ডাকাতদের হামলায় ডাকাতি হওয়া পরিবারের সদস্য মাহমুদুর রহমান ও রহমত আলী আহত হন। গ্রামবাসীর প্রতিরোধের মুখে দেশিয় অস্ত্রসহ দুই ডাকাতকে এলাকাবাসী আটক করলেও বাকিরা পালিয়ে যায়।  

আটককৃতরা হলেন- সিলেট সদর উপজেলার মানসিনগর গ্রামের আমজু মিয়ার ছেলে নিলু মিয়া (৩৫) ও ওসমানী নগর উপজেলার গুলমুকাপন গ্রামের আব্দুর রউফের ছেলে শুকুর আলী(৩৬)। এলাকাবাসী আটককৃতদের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। 

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানায় ওসি ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
 

Bootstrap Image Preview