Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙায় আ.লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২

মাটিরাঙা প্রতিনিধি
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ১১:৪০ AM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ১২:০১ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পেট্রল ও ককটেল বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হায়দার আলী ও সফর আলী নামে দুই স্বেচ্ছাসেবক লীগকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ অফিসের আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, রাতে দলীয় অফিসের সামনে পরপর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় দুটি ককটেল ও পেট্রোল বোমার  বিস্ফোরণ ঘটে। এ সময় দলীয় অফিসের সামনে বসে থাকা দুই স্বেচ্ছাসেবক লীগকর্মী আহত হন। তাদের মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা বলেন, ৩ নভেম্বর জেলহত্যা দিবসের প্রস্তুতিসভা চলাকালে এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পরপর বিএনপিকে দায়ী করে মাটিরাঙা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছেন মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন লিটন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ আলী প্রমুখ।

তবে মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন মাটিরাঙা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম।

মাটিরাঙা থানা পুলিশের ওসি সৈয়দ মো. জাকির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি ককটেলসহ লাঠিসোটা উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে বলেও জানান তিনি। তবে এ নিয়ে থানায় কোনো মামলা হয়নি।

Bootstrap Image Preview