Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহজালাল ৫ সোনার বারসহ আটক ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ১১:৩৬ AM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ১১:৩৬ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২৯ লাখ টাকা মূল্যর পাঁচটি সোনার বারসহ সৌদি আরব ফেরত ৩ ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।

গতকাল বৃহস্পতিবার বিকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এসব স্বর্ণ বেল্ট ও শরীরে লুকিয়ে এনেছিলেন তারা। জব্দ সোনার বারের মূল্য প্রায় ২৯ লাখ টাকা।

আটকরা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চৈতনকণ্ডি গ্রামের শহর আলীর ছেলে রিপন মিয়া, নরসিংদী সদরের কালাই গোবিন্দাপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মনির হোসেন এবং মুন্সিগঞ্জ সদরের কাজী হাবিব উল্লাহর ছেলে মাসুম বিল্লাহ।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম।

Bootstrap Image Preview