Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ১১:২৬ AM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ১১:২৬ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ঢাকা-চট্টগাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর থেকে কাচপুর ব্রিজ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার অংশে তীব্র যানজটে ভোগান্তি । 

গতকাল বৃহস্পতিবার বিকেল থেকেই পণ্যবাহী যানবাহন ও যাত্রীবাহী গাড়ির বাড়তি চাপ দেখা যায়। এ বাড়তি যানবাহনের কারণে যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, যা রাতভর অব্যাহত থাকে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে যানজটের বিষয়টি নিশ্চিত করে জানান, মহাসড়কে পণ্যবাহী যানবাহনের সংখ্যা অনেক বেশি। এতে যানজট বাড়ছে। তবে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

অনেক যাত্রীই বলেন তাদের কুমিল্লা থেকে ঢাকা যেতে সময় লেগেছে ৭-৮ ঘণ্টা।

Bootstrap Image Preview