Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ১০:০২ AM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ১০:০২ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালীর খুরের মুখ এলাকায় সমুদ্র সৈকতে থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের দাবি নিহতরা মাদক ব্যবসায়ী এবং মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন। 

আজ শুক্রবার সকালেএ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র, বুলেট ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজন পুলিশ সদস্যও আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বন্দুকযুদ্ধে নিহতরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মৃত তোফাইল আহমদের ছেলে সাদ্দাম হোসেন (৩৫) ও একই উপজেলার সাবরাং পূর্ব সিকদার পাড়ার সোলতান আহমদের ছেলে সাদ্দাম হোসেন (৩০)।

এছাড়া বন্দুকযুদ্ধ চলাকালে অভিযান চালালে টেকনাফ মডেল থানা পুলিশের এসআই আমির হোছন (২৯), কনস্টেবল আব্দুল শুক্কুর (২১), মোহাম্মদ সিকান্দর আলী (২৪) ও মেহেদী হাসান (২১) আহত হন বলে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ গণমাধ্যমকে জানান, শুক্রবার ভোরে উপজেলার সাবরাং উপকূলীয় খুরের মুখে মাদক কারবারীদের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে আমার নেতৃত্বে পুলিশের বিশেষ টিম ঘটনাস্থলে গেলে মাদক চোরাকারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এক পর্যায়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়।

ঘটনাস্থলে অনুসন্ধান চালিয়ে সেখান থেকে দুইজনের গুলিবিদ্ধ লাশ, তিনটি দেশীয় অস্ত্র, ২০ রাউন্ড বুলেট ও ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ।

Bootstrap Image Preview