Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে ১৮ পদ দিয়ে ঐক্যফ্রন্ট নেতাদের আপ্যায়ন করলেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ১০:৫৪ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ১০:৫৪ PM

bdmorning Image Preview


গণভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ শুরু হয়। সংলাপে অংশ নেওয়া ঐক্যফ্রন্টের নেতাদের দেশের নামকরা হোটেল থেকে আনা হরেক রকমের খাবার দিয়ে আপ্যায়ন করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও ড. কামাল হোসেনের সামনে তার পছন্দের চিজ কেকও রাখা হয়।

গণভবনের খাবার পরিবেশনকারীরা জানান, সংলাপে ১৮টি পদের খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। সংলাপের শুরুতে অতিথিদের ফলের জুস, বাদাম ও চিপস দিয়ে স্বাগত জানানো হয়। এরপর মাঝে ভারী খাবার দেয়া হয়। সবশেষে ডেজার্ট পরিবেশন করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে খাবার পরিবেশনকারী একজন জানান, তিন পদের সঙ্গে সবাইকে চিজ কেক দেয়া হয়। কেকের গায়ে লেখা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

তিনি আরও জানান, ড. কামাল হোসেনের সামনে চিজ কেক রাখা হয়। সেখান থেকে অংশ বিশেষ নিয়ে তিনি খেয়েছেন।

জানা যায়, এরপর আলোচনা শুরু হওয়ার পর ফাঁকে ফাঁকে খাবার সরবরাহ চলতে থাকে। এসব খাবার তালিকায় ছিল সাদা ভাত, মুরগির মাংস, গরুর মাংসের কাবাব, মোরগ পোলাও, বাটার নান, মাটন রেজালা, রুই মাছের দো পেঁয়াজা, চিতল মাছের কোপতা, সুপ, নুডলস, মিক্সড ভেজিটেবল।

কয়েক ধরনের সালাদের পাশাপাশি ডেজার্ট হিসেবে ছিল টক দই, মিষ্টি দই ও চিজ কেক। এছাড়াও ছিল কোমল পানীয়, চা ও কফি।

অতিথিদের ফ্রেস জুস (মাল্টা, আনারস, জলপাই ও তরমুজ), কর্ন স্যুপ (চিংড়ি বাদ), মিক্সড নুডুলস (চিংড়ি বাদ), মিক্সড সবজি, বিফ শিক কাবাব, মাটন রেজালা, চিকেন ইরানি কাবাব, চিতল মাছর কোপ্তা কারি, রুই মাছের দোপেয়াজা, মোরগ পোলাও, বাটার নান, সাদা ভাত, দুই (টক ও মিষ্টি), চিজ কেক, মিক্সড সালাদ, ক্যান কোক, চা/কফি ও পাটি সাপটা পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।

Bootstrap Image Preview