Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট (আইটিআই) এর ৭০ বছরপূর্তি উৎসব

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ১০:৩৩ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ১০:৩৩ PM

bdmorning Image Preview


ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট (আইটিআই) এর ৭০ বছরপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে তিনদিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন এবং প্রদর্শনী। আয়োজনটি চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকাল ৫:৩০ টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আয়োজন করা হয়েছিল 'আইটিআই এর ৭০ বছর' শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ব আইটিআই এর সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, আইটিআই এর বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে ছিল- পল্লভী ডান্স সেন্টার, ঢাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নৃত্য পরিবেশনা ও ৭টি নাট্যদলের নাটকের অংশবিশেষ নিয়ে থিয়েটার কোলাজ।

উল্লেখ্য, আইটিআই-র জন্ম ১৯৪৮ সালের ১লা জুলাই। সাত দশকের ব্যবধানে আইটিআই দ্রুত বিশ্বময় ছড়িয়ে গিয়েছে এবং তার উল্লেখ্য অভিঘাত সবচাইতে স্পষ্ট হয়েছে এশিয়া, আফ্রিকা এবং আরব দেশ সমূহে। ২০১৮ সালে আইটিআই-র ৭০ বছর পূর্তিতে বাংলাদেশসহ সকল সদস্য দেশব্যাপী উৎসবে মেতেছে।  

শুক্রবার (২ নভেম্বর) উৎসবের ২য় দিন বিকাল ৩:৩০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে 'অন্তরঙ্গ কথন: আমার নাট্যপথ' শীর্ষক থিয়েটার লেকচার। আমন্ত্রিত অতিথি বক্তা: বিশিষ্ট নির্দেশক-অভিনেতা শ্রী বিভাস চক্রবর্তী।

সন্ধ্যা ৭:০০ মি: জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে চিন্তক থিয়েটারের পরিচালনায় পরিবেশিত হবে লোক নৃত্যনাট্য বেহুলা ভাসান।

উৎসবের শেষ দিন শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭:০০ মি: জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে পরিবেশিত হবে লোকনাট্য গাজীরগান; পরিবেশনা: ফকির আজিজ সরকার ও তার দল, মানিকগঞ্জ।

Bootstrap Image Preview