Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গোপালগঞ্জ-৩ আসনে লড়বেন শাকিব খান!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০২:২৫ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০২:২৫ PM

bdmorning Image Preview


চলচ্চিত্রের মানুষদের রাজনীতির সঙ্গে সখ্যতা পুরনো। অভিনয় জীবনের পাশাপাশি তারকাদের অনেকেই রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন। এবার সেই তালিকায় যোগ হচ্ছে ঢাকাই চলচ্চিত্রের তারকা অভিনেতা শাকিব খান। শোনা যাচ্ছে,  গোপালগঞ্জ-৩ আসন থেকে সংসদ নির্বাচনে লড়বেন তিনি।

তবে কি সত্যিই রাজনীতির মাঠে নামছেন শাকিব খান? নাকি পুরোটাই নিছক গুজব? এ প্রসঙ্গে ধোঁয়াশা দূর করে শাকিব জানান, ‘এ মুহূর্তে আমার নির্বাচন করার কোনো ইচ্ছে নেই। এখন আমার চলচ্চিত্র করার সময়। আমি আমার কাজে সময় দিচ্ছি। আমি স্বপ্ন দেখি বাংলাদেশে বসে বিশ্বমানের ছবি নির্মাণ করব। আমি সেই চেষ্টা করে যাচ্ছি। যখন চলচ্চিত্রে আমার কাজ করতে হবে না,সেই সময় এসব নিয়ে ভাববো।’

বাংলাদেশে বিশ্বমানের ছবি কেন হচ্ছে না? এমন প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন,‘আমাদের প্রশিক্ষিত জনবল কম। একটা সময় বোম্বেতে যে প্রযুক্তি ছিল,আমাদের এফডিসিতেও সেই প্রযুক্তি দিয়ে চলচ্চিত্র নির্মাণ হয়েছে। কিন্তু আমরা যুগের সঙ্গে তাল মেলাতে পারিনি। প্রযুক্তির দিক থেকে আমরা পিছিয়ে আছি। কিছু মেশিন এফডিসিতে আনা হয়েছে,তার বেশির ভাগই ব্যবহার করার মতো মানুষ নেই। যে কারণে আমরা গতানুগতিক কাজের বাইরে আসতে পারছি না।’

তিনি আরো বলেন,‘এরপরও বেশ কিছু পরিচালক নিজের মতো চেষ্টা করছেন। আবার যৌথ প্রযোজনার ছবিতে কাজ করে কয়েকজন কলাকুশলী তৈরি হয়েছে। তাঁরা ভালো কাজ করছেন। একসময় কিন্তু কলকাতার টেকনিশিয়ানরা কাজ শিখেছে তামিল,বোম্বের ইন্ডাস্ট্রি থেকে। দেখা গেছে তাদের ছবি যখন পিছিয়ে গিয়েছিল,তখন তারা তামিল,বোম্বে থেকে টেকনিশিয়ান এনে কাজ করেছে। সেখান থেকে তারা কাজ শিখেছে। পরে তারা নিজেরা সেই প্রযুক্তি নিয়ে কাজ করেছে। আশা করি,আমাদের টেকনিশিয়ানরাও ভালো কাজ করবেন। কারণ,যাঁরা যৌথ প্রযোজনায় কাজ করে কাজ শিখেছেন,তাঁদের কাছ থেকে আমাদের অন্য টেকনিশিয়ানরা কাজ শিখেছেন এবং তা প্রয়োগ করছেন।’

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খ্যাতিমান অভিনেতা ফারুক গাজীপুর থেকে নির্বাচনে প্রার্থী হতে চাইছেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন নায়ক শাকিল খান। নায়ক ফেরদৌস নাকি এরই মধ্যে সবুজ সংকেত পেয়েছেন।

Bootstrap Image Preview