Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জামালপুরে বিনা উদ্ভাবিত প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০১:২৫ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০১:২৫ PM

bdmorning Image Preview


এহসান তালুকদার, জামালপুর প্রতিনিধি:

জামালপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার উদ্ভাবিত প্রযুক্তি সমূহের সম্প্রসারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার দুপুরে বিনা প্রশিক্ষণ কক্ষ উপকেন্দ্র জামালপুরের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। 

কর্মশালায় মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহের পরিচালক ড. বিরেশ কুমার গোস্বামী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আঞ্চলিক কৃষিগভেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. অবূর্ব কান্তি চৌধূরী, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম, ময়মনসিংহের রিসোর্স স্পীকার মির্জা মোফাজ্জল ইসলাম প্রমুখ। এছাড়াও জেলার সকল কৃষি উপসহকারী কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার উদ্ভাবিত প্রযুক্তির বিনাধান কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। অল্প জমিতে বেশি ধান পাওয়া যায়। তাই স্থানীয় কৃষকরা এখন বিনাধান চাষে ব্যস্ত সময় পার করছেন। এ ধান ১৫-১৭ দিন পানির নিচে ডুবে থাকলেও ক্ষতি হবে না। কম সময়ে বিঘা প্রতি ১৯.৫ মন করে ধান পাওয়া যায়।    

 

Bootstrap Image Preview