Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘খাওয়া দাওয়া করতে নয়, আলোচনা করতেই যাবো গণভবনে’

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ১০:১৭ AM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ১০:১৭ AM

bdmorning Image Preview


১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। গণভবনে নেতাদের সংলাপ ও নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসতে যাবেন ঐক্যফ্রন্টের নেতারা। কিন্তু সংলাপে বসলেও গণভবনে নৈশভোজে অনীহা প্রকাশ করেছেন তাঁরা।

নৈশভোজের ব্যাপারে নিজেদের অনাগ্রহের কথা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানিয়েছেন ঐক্যফ্রন্টের সঙ্গে থাকা গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।

ঐক্যফ্রন্টের শরিক দল জাসদ (জেএসডি) সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এই তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। তিনি বলেন, খাওয়া দাওয়া করতে নয়, আলোচনা করতেই নেতারা যাবে গণভবনে।

নৈশভোজ না করার পেছনে কারণ হিসেবে তিনি বলেন, ‘আলাপ-আলোচনার জন্য দেড় থেকে দুই ঘণ্টা সময় পাওয়া যাবে। আমরা চাই নৈশভোজে সময় নষ্ট না করে সে সময় আলোচনায় ব্যয় করতে।’

Bootstrap Image Preview