Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৮:৫৭ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৮:৫৭ PM

bdmorning Image Preview


হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

'টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন' এ শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর- ২০১৮ পালিত হয়েছে।

বুধবার (৩১ অক্টোবর) জাতীয় স্যানিটেশন মাস পালনের শেষ দিনে সকাল ১০টায় জেলা প্রশাসন ও ফরিদপুর পৌরসভার আয়োজনে ব্র্যাক ও প্র্যাকটিকাল এ্যাকশন এর সহযোগীতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হলে গিয়ে শেষ হয়। সেখানে স্যানিটেশনের গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথুর সভাপতিত্বে সভায় অতিথি বক্তব্য প্রদান করেন, পৌর কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী সাবুল, ও পৌর সভার নির্বাহী প্রকৌশলী মোঃ শামসুল আলম। এ ছাড়াও পৌর সচিব তানজিলুর রহমানের সঞ্চালনায় সভায় ইউএনডিপি প্রতিনিধি শাহদাত হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, স্যানিটেশন হল সু-অভ্যাস। পরিস্কার পরিচ্ছন্নতার মাধ্যমে স্বাস্থ্যসম্মত জীবন নিশ্চিত করা।স্যানিটেশনের কিছু বিষয় নিয়মিত অভ্যাস করলে মানব শরীরের কয়েকটি রোগ হতে রক্ষা পাওয়া যায়। এই একটি অভ্যাসের মাধ্যমে মানুষের গড় আয়ুও বৃদ্ধি করা যায়।

Bootstrap Image Preview