Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মধ্যপ্রাচ্যে সবচেয়ে প্রযুক্তি নির্ভর দেশ কাতার

হাসান বখস, কাতার প্রতিনিধি 
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৩:৫৩ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০৩:৫৩ PM

bdmorning Image Preview


বিগত পাঁচ বছরের তথ্য জরিপের ফলাফলের ভিত্তিতে মধ্যপ্রাচ্যের মধ্যে কাতারের নাগরিকরা সর্বাধিক প্রযুক্তি নির্ভর। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও কাতার বিশ্বের অন্যতম দেশ। কাতারের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির ডিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এভারেট ই ডেনিস বলেন, মধ্যপ্রাচ্যের প্রযুক্তি নির্ভর যোগাযোগ মাধ্যম নিয়ে গবেষণার জন্য নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি ২০১৩ সালে ‘মধ্যপ্রাচ্যে গণমাধ্যমের ব্যবহার’ শীর্ষক একটি তথ্য জরিপের কাজ শুরু করে। পাঁচ বছর পর সে গবেষণা প্রতিবেদন আমাদের হাতে এসেছে এবং এই প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ সব তথ্য।’

‘মধ্যপ্রাচ্যে গণমাধ্যমের ব্যবহার’ এই সূত্র ধরে নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি কাতার, লেবানন, জর্দান, তিউনিসিয়া, সৌদি আরব, আরব আমিরাত এবং মিশরের বিভিন্ন গণমাধ্যম ও সংশ্লিষ্ট মানুষের ওপর জরিপ শুরু করে। এই জরিপের অংশ হিসেবে গবেষকদল এ অঞ্চলের মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, অনলাইনে তাদের সংবাদ ও বিনোদনের উৎস, অনলাইনে নিজেদের ঐতিহ্যগত সংস্কৃতি আদান-প্রদান এবং এসব দেশ থেকে সংগৃহীত সকল তথ্য একীভূত করা ছিল এ জরিপের অন্যতম লক্ষ্য।

এ জরিপের ফলাফলে দেখা যায়, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতারই ইন্টারনেটবান্ধব প্রায় সকল মাধ্যমে এগিয়ে রয়েছে। যেমন:

* মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতারি নাগরিকরা অনলাইনে সবচে বেশি সময় ব্যয় করে। কাতারি নাগরিকরা সপ্তাহে গড়ে ৪৪.৫ ঘণ্টা অনলাইনে ব্যয় করে। ২০১৩ সালে এই গড় হার ছিল সপ্তাহপ্রতি ৩৭ ঘণ্টা।

* কাতারিরা যদিও অনলাইনে অন্যান্য মধ্যপ্রাচ্যীয় দেশের নাগরিকদের চেয়ে ৬০% বেশি সময় কাটায় তবে তারা অহেতুক ফেসবুক বা ভিডিও গেমস খেলার বদলে কোনো ইন্টারনেটকেন্দ্রিক সামাজিক কাজে অংশগ্রহণে বেশি সম্পৃক্ত থাকে।

* দুই তৃতীয়াংশ কাতারি নাগরিক অনলাইনে সংবাদ, হাস্যরসাত্মক ভিডিও, ধর্মীয় বিষয় দেখে থাকে এবং বর্তমানে অর্ধেক নাগরিক বিভিন্ন খেলা অনলাইনে দেখে থাকে।

এই জরিপে দেখা গেছে, বিনোদনের যেসব বিষয় অনলাইনে দেখা যায় তারা সেগুলো টিভিতে দেখে না। গড়ে ১০ জনের মধ্যে ৩ জন কাতারি নাগরিক জানিয়েছে তারা কখনোই টিভি দেখে না।

জরিপে আরও দেখিয়েছে, কাতারিরা অনলাইনে বেশি সময় ব্যয় করলেও পরিবারের সঙ্গে তারা বেশি সময় কাটাচ্ছে। সপ্তাহে ৪৩.২ ঘণ্টা সময় তারা পরিবারের সঙ্গে ব্যয় করে।

Bootstrap Image Preview