Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেবীগঞ্জে 'সৃজনে উন্নয়নে বাংলাদেশ' শীর্ষক উৎসব মেলা

দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধি
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০২:৪৬ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০৩:০০ PM

bdmorning Image Preview


সৃষ্টি সুখের উল্লাসে এগিয়ে চলা বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য অগ্রযাত্রায়। সাফল্যের গল্পের সাথে লোকজ সাংস্কৃতির নানা অনুষঙ্গ নিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জের দেবদারু তলায় আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে 'সৃজনে উন্নয়নে বাংলাদেশ' শীর্ষক উৎসব মেলা। 

দেবীগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজন করে। দিনভর এ উৎসব মেলা উপলক্ষ্যে উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে উন্নয়ন বিষয়ক নানা প্রমান্য চিত্র র‌্যালীতে প্রদর্শন করা হয়। উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চেšধুরী জর্জ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিক এস.বি.সাত্তার  সহ, সহ সহ দপ্তরের দপ্তর প্রধানগন র‌্যালিতে অংশ নেন। র‌্যালি শেষ করার পর দেবদারু তলা মাঠে অনুষ্ঠিত হয় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার খেলাধুলা।

খেলাধুলার মধ্যে ছিল লাঠি খেলা, কাবাটি খেলা, রশি খেলা, লোকজ সংগীত, পরিবেশন, উন্নয়ন বিষয়ক প্রধান মন্ত্রীর  ১০টি  বিশেষ উদ্দ্যোগের উপর  নাটিকা  প্রদর্শন। খেলায় অংশ গ্রহণকারী বিজয়ী দলদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আতিক.এস.বি. সাত্তার। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় পরিমল দে সরকার ও লুৎফুন নাহার লাকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার স্বদেশ চন্দ্র সহ অন্যরা উপস্থিত ছিলেন।   

Bootstrap Image Preview