Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিল্পকলায় চলছে ‘বন্ধন’ এর আর্ন্তজাতিক দলীয় চিত্র প্রর্দশনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ১০:৫৬ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ১০:৫৬ PM

bdmorning Image Preview


বাংলাদশে শিল্পকলায় জাতীয় চিত্রশালার গ্যালারি-২ তে শুরু হয়েছে “বন্ধন” এর পঞ্চম আর্ন্তজাতিক দলীয় চিত্র প্রর্দশনী ২০১৮। প্রদর্শনীটি চলবে আগামী ২ নভম্বের রাত ৮ টা র্পযন্ত।

গত শনিবার (২৭ অক্টোবর) দুপুরে বাংলাদশে শিল্পকলার জাতীয় চিত্রশালার অডিটোরিয়ামে উদ্বোধন করা হয়েছে লিভিং র্আট আয়োজিত এই প্রদর্শনীটির। সার্বিক সহায়তা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ম্যাক্স গ্রুপ।

শিল্পকলা একাডেমির চিত্রকলা বিভাগের পরিচালক আশরাফুল আলম পাপলুর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চিত্রশিল্পী জামাল উদ্দিন আহমেদ ও রণজিৎ দাস, ম্যাক্স গ্রুপের নির্বাহী পরিচালক কাজী ইয়ামিনুর রশিদ, স্থপতি মোস্তফা খালিদ পলাশ প্রমুখ।

আয়োজকরা জানান, বিভিন্ন দেশের শিল্পীর শিল্পকর্মে শান্তি ও সংহতি ছড়িয়ে দেয়াই, এই প্রদর্শনীর উদ্দেশ্য। এবার প্রদর্শনীতে ৭১জন চিত্রশিল্পীর মোট ১৪২টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত, সবার জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন।

Bootstrap Image Preview