Bootstrap Image Preview
ঢাকা, ২৬ সোমবার, আগষ্ট ২০১৯ | ১১ ভাদ্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

চাঁদপুর-২ আসনে আ'লীগের প্রচারে সক্রিয় এম. ইসফাক আহসান

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ১০:৪৫ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ১০:৪৫ PM

bdmorning Image Preview


আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ থেকে নৌকার টিকিট চান বিশিষ্ট শিল্পপতি এম. ইসফাক আহসান। নির্বাচনী আসনের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় নির্বাচনের আগাম বার্তা নিয়ে প্রচারে ব্যাপক সক্রিয় হয়ে ওঠেছেন তিনি।

সরকারের উন্নয়ন তুলে ধরে ব্যানার, ফেস্টুন ও পোস্টার ব্যাপকহারে সাটানো হয়েছে বিভিন্ন পাড়া-মহল্লায়। দুই উপজেলার বাজারগুলোতেও লক্ষ্য করা যাচ্ছে তরুণ এই শিল্পপতির নির্বাচনী প্রচারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সক্রিয় আ'লীগের এই মনোনয়ন প্রত্যাশী।

মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের ছবিসহ ব্যানার পোস্টার সাটানো হয়েছে। এসব প্রচারে আওয়ামী লীগ সরকারের বিগত দিনের উন্নয়ন তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাইছেন। শুধু তাই নয় দুই উপজেলার তৃণমূলের নেতাকর্মীদের সাথে প্রতিনিয়তই সভা সমাবেশ করছেন তিনি।

চাঁদপুর-২ আসনে নৌকার জয়ের লক্ষ্যে কাজ করছেন এম. ইসফাক আহসান। তিনি মতলব উত্তর উপজেলার লতরদি গ্রামের শিল্পপতি ও সিআইপি এএসএম কামরুল আহসানের পুত্র।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অনুষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি প্রচার করছেন তিনি। কয়েকটি ফেসবুক আইডি থেকে দলীয় প্রচার করে সাধারণ মানুষের কাছে তিনি এখন সংসদ সদস্যপ্রার্থী হিসেবে পরিচিত মুখ হয়ে গেছেন। আগামী নির্বাচনে এই আসনে বিপুল ভোটে নৌকাকে জয়ী করাই তার লক্ষ্য।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এম. ইসফাক আহসান বলেন, আওয়ামী লীগের প্রচারের ক্ষেত্রে আমি ব্যাপক সক্রিয়। যত বেশি প্রচার হবে ততবেশি মানুষ আওয়ামী লীগকে জানবে, বঙ্গবন্ধুকে জানবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানবে। তাই উন্নয়নের প্রতীক নৌকার পক্ষে আমি বেশি বেশি প্রচার করছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল যাকেই মনোনয়ন দিবে আমি তার পক্ষেই কাজ করবো। চাঁদপুর-২ আসনে নৌকা জয়ের লক্ষ্যে আমি আপ্রাণ চেষ্টা করছি এবং চেষ্টা অব্যাহত থাকবে।

এম. ইসফাক আহসান আরও বলেন, চাঁদপুর-২ থেকে দল আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচন করবো। আমার বিশ্বাস সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ইতিমধ্যে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। তারা মনে-প্রাণে আমাকে সংসদ সদস্য হিসেবে পেতে চায়। তাদের অনুপ্রেরণাই আমাকে এতদূর এগোতে পেরেছি। আমি মানুষের এই অন্ধ ভালবাসার মূল্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ্।

Bootstrap Image Preview