Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শুকিয়ে যাওয়া নদীতে মিলছে সোনা-রুপার মুদ্রা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৮:৫৩ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৮:৫৩ PM

bdmorning Image Preview


শুকিয়ে যাওয়া নদী থেকে মিলছে রাশি রাশি সোনা, রুপার মুদ্রা। মুদ্রাগুলো কিন্তু প্রাচীন আমলের। হাঙ্গেরির দানিউব নদীতে পানি প্রায় নেই বললেই চলে। প্রায় শুকনো খটখটে। প্রত্নতত্ত্ববিদরা সেখান থেকেই পেয়েছেন দু’হাজারের উপর মুদ্রা।

ফেরেঞ্জি মিউজিয়ামের সঙ্গে যুক্ত প্রত্নতত্ত্ববিদ কাতালিন কোভাস জানান, মুদ্রা ছাড়াও মিলেছে প্রাচীন আমলের লোহার অস্ত্র, কামানের গোলা, বর্শা, তরবারি।

বুদাপেস্টের দক্ষিণে এর্দ শহরের গা বেয়ে নদীটা যেখানে বইছে, সেখানেই মিলেছে এগুলো। ইতিহাসবিদরা বলছেন, ডাইভার, ড্রোন সবকিছু নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। নদীতে পানির স্তর বেড়ে যাওয়ার আগেই কাজ সেরে ফেলতে হবে।

ইউরোপের অন্য নদীগুলোর মতো দানিউবেরও বেশকিছু জায়গা একেবারে শুকিয়ে গেছে। মাত্র ১৫ ইঞ্চি জলস্তর ওই নদীতে।

প্রাচীন আমলের এত মুদ্রা এক সঙ্গে পেয়ে উচ্ছ্বসিত গবেষকরাও। প্রত্নতত্ত্ববিদ বালজ ন্যাগি জানান, ৯০ শতাংশ মুদ্রা প্রায় ১৬৩০-১৭৪৩ সালের। নেদারল্যান্ডসে তৈরি হয়েছিল মুদ্রাগুলো। এ ছাড়াও ফ্রান্স, জুরিখ ও ভ্যাটিকানের মুদ্রাও রয়েছে।

Bootstrap Image Preview