Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সংলাপে বসবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৪:৫০ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৫:০৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, পূর্ব শর্ত ছাড়াই  জাতীয় ঐক্য ফ্রন্টের সাথে সংলাপে বসবে  আওয়ামী লীগ। তফসিলের আগেও এই সংলাপ হতে পারে।

আজ সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ওবায়দুল কাদের। খুব শীঘ্রই সংলাপের স্থান ও সময় জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা জাতীয় ঐক্যফ্রন্টকে জানিয়ে দিতে চাই আওয়ামী লীগ তাদের সঙ্গে সংলাপে বসবে। আর এই সংলাপে আমাদের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা।’

তিনি আরও বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন একটি চিঠি দিয়েছেন। আজ মন্ত্রিসভা বৈঠকের পর প্রধানমন্ত্রী ও সভাপতি শেখ হাসিনা উপস্থিত নেতাদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেন। অনির্ধারিত এ বৈঠকে আলোচনা শেষে সর্বসম্মতি সিদ্ধান্ত হয়েছে যে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ সংলাপে বসবে। কারণ শেখ হাসিনার দরজা কারো জন্য বন্ধ থাকে না।’

এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন সাত দফা দাবি নিয়ে অর্থবহ সংলাপের আহ্বান জানান।

চিঠিতে আগামী সংসদ নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত ও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে অর্থবহ সংলাপের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করা হয়েছে।

গতকাল সন্ধ্যা ৭টার কিছু আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে চিঠি দুটি পৌঁছে দেন গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ও ম শফিকউল্লাহ। আওয়ামী লীগের পক্ষে চিঠি গ্রহণ করেন দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

একই চিঠি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকেও দেওয়া হয়। চিঠি দুটিতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানও স্মরণ করা হয়েছে। চিঠির সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি ও ১১ লক্ষ্য সংযুক্ত করে দেওয়া হয়।

Bootstrap Image Preview