Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শেষ হল আলোকচিত্র প্রদর্শনী ‘চতুষ্কোণ’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ১১:২৩ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৮:০৫ PM

bdmorning Image Preview


শেষ হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি আয়োজিত প্রথম ন্যাশনাল ফটোগ্রাফি কনটেস্ট ও এক্সিবিশন “চতুষ্কোণ"। নিজেদের পছন্দের অবিস্মরণীয় মুহূর্তগুলোকে ছবিতে রূপান্তর করার তাড়না থেকে আয়োজন করা হয় তিনদিনব্যাপী এই প্রদর্শনীর।

গত শুক্রবার(২৬ অক্টোবর) বিকেল ৫ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৫ নং গ্যালারিতে সমাপনী ঘোষণা করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির আয়োজিত এই তিনদিনব্যাপী ‘চতুষ্কোণ’ প্রদর্শনীর।

এক্সিবিশনটির সমাপণী দিনে বিজয়ীদের হাতে উপহার তুলে দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মিজানুর রহমান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির প্রেসিডেন্ট অংকুর রয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনের মডারেটর এবং বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন স্বনামধন্য অনেক ফটোগ্রাফার।

অংকুর রয় প্রদর্শনী প্রসঙ্গে বলেন, এরকম একটি আয়োজন আমাদের কাছে একসময় স্বপ্নের মত ছিলো। তবে নানা ধরণের প্রতিকূলতার মুখোমুখি হয়েও আমরা থেমে যাই নি। সর্বোচ্চ চেষ্টা আর ভালোবাসা দিয়ে বেশ সফলভাবেই আমরা প্রথমবারের মত জাতীয় পর্যায়ে ‘চতুষ্কোণ’ শিরোনামে এই এক্সিবিশন করতে পেরেছি। যা আমাদের জন্য সত্যিই অনেক আনন্দের। আমরা এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করছি।

একমাসব্যাপী অনলাইনে ছবি সংগ্রহের মধ্য দিয়ে এই আয়োজনের যাত্রা শুরু হয় ১ জুন, ২০১৮ তারিখে। অনলাইনে ব্যাপক প্রচারণার ফলে প্রায় ১৬০০ ছবি জমা পড়ে। সেখান থেকে বেছে নেয়া হয় ৫৬ জন ফটোগ্রাফারের সেরা ৮০টি ছবি। ওপেন থিমের এই এক্সিবিশনে অংশগ্রহণ করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যার মধ্যে সবচেয়ে উল্লেখ্যযোগ্য সংখ্যক ছিলো কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ছবির বিচারক হিসেবে ছিলেন এদেশের স্বনামধন্য দুই ফটোগ্রাফার সৈয়দ লতিফ হোসাইন ও সাইফুল হক অমি। এক্সিবিশনটির কিউরেটর হিসেবে ছিলেন জুয়েল পাল ও ইউসুফ শাহরিয়ার মুন্তাকিম। লজিস্টিকস পার্টনার হিসেবে ছিলো ডিজিটাল শপ এবং রেডিও পার্টনার হিসেবে রেডিও নেক্সট।

এক্সিবিশনের ২য় দিনে গ্যালারিতে ফটোগ্রাফি–বিষয়ক আলোচনার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন বিশিষ্ট আলোকচিত্রী হাসান চন্দন ও জয় কে রায় চৌধুরী। প্রতিযোগিতাটিতে বিজয়ী হয়েছেন জহুরুল আজাজ জয়, নিলয় ব্যানার্জী, দেভরাজ চক্রবর্তী ও প্রান্ত নয়ন। বিজয়ীদের উপহারের সৌজন্যে ছিলো কাউন্টার ফটো ও ম্যানফ্রোটো বাংলাদেশ।

Bootstrap Image Preview