Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শার্শায় চোরাচালানী-বিজিবি সংঘর্ষ, আহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০৫:০১ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০৫:০১ PM

bdmorning Image Preview
ইন্টারনেট থেকে সংগৃহীত (প্রতীকী অর্থে)


বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার নাভারণ রেলস্টেশন এলাকায় বিজিবি ও চোরাচালনী সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নেয়ামুল হক (২৭) নামে এক বিজিবি সদস্য ও চোরাচালান চক্রের এক সদস্য আহত হন।

রবিবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

ঘটনার সময় বিজিবি কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে চোরাচালান চক্রের সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জর্দা ও আতশবাজি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, বিজিবি'র একটি টহল দল রবিবার সকালে নাভারণ রেলস্টেশন এলাকায় চোরাচালানী পণ্য আটক করতে গেলে চোরাচালানীদের সঙ্গে সংর্ঘষ বাধে। এক পর্যায়ে চোরাচালানকারীরা বিজিবিকে লক্ষ করে পাথর নিক্ষেপ করে। এতে পাথরের আঘাতে বিজিবি সদস্য নেয়ামুল হক আহত হন। এ সময় চোরাচালন চক্রের এক সদস্য আহত হন। তার পরিচয় এখনও জানা যায়নি।

৪৯ বিজিবির পরিচালক লে. কর্নেল আরিফুল হক ঘটনার সত্যত্যা নিশ্চিত করে জানান, এ ঘটনায় চোরাচালানীদের নামে মামলা হবে।

Bootstrap Image Preview