Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হাওয়া

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০৩:৩২ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত মাদারীপুরে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। জেলার সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত থেকে জনসাধারণের মন জয় করার চেষ্টা করছেন।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও ইসলামী দলগুলো নিজেদের ঘর গোছাতে শুরু করেছে। বিএনপির সম্ভাব্য প্রার্থীরা দলের মনোনয়ন পেতে হাইকমান্ডের সাথে যোগাযোগ বাড়িয়ে দিচ্ছেন।

এ জেলায় আওয়ামী লীগের অধিকাংশ প্রার্থীই প্রবীণ ও রাজনৈতিকভাবে অভিজ্ঞ। জাতীয় পর্যায়েও তাদের ব্যাপক পরিচিতি রয়েছে। অপরদিকে বিএনপির আগ্রহী প্রার্থীর বেশির ভাগই নতুন মুখ হওয়ায় কারা জোট বা দলীয় মনোনয়ন পাবেন তা নিয়ে বিএনপিতে রয়েছে দ্বি-মুখী দ্বন্দ্ব। বিএনপির জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এক গ্রপের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান। অপর গ্রপের নেতৃত্ব দেয় জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মুরাদ। তবে তিনি দীর্ঘদিন এলাকায় না থাকায় তার জনসমর্থন ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। বিএনপির এই গ্রপিং এর প্রভাবে দুই গ্রপ থেকেই তাদের ভিন্ন ভিন্ন প্রার্থী রয়েছে পছন্দের তালিকায়।

মাদারীপুরে বাম সংগঠনগুলো তেমন প্রভাব না থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ কিছুটা সক্রিয় রয়েছে। তারা মাদারীপুরের ৩টি আসনেই প্রার্থী দিবেন বলে জানিয়েছে দায়িত্বশীল একটি সূত্র। এর আগে উপজেলা এবং পৌর নির্বাচনে জাতীয় পার্টি এবং অন্যান্য বাম দলের চেয়ে বেশি ভোট পেয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা। 

মাদারীপুর ১৪ দলীয় এবং ২০ দলীয় জোটের মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া অন্য দলের দু’একজন নেতা থাকলেও কর্মী নেই। তবে জামায়াত বসে নেই; ভেতরে ভেতরে নিজেদের শক্তি সঞ্চার করছে। বর্তমান নৌ-পরিবহন মন্ত্রী মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি এবং আওয়ামীলীগ পার্লামেন্টারি পার্টির সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক হুইপ নুর-ই-আলম চৌধুরী এমপি ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাছিম এমপি, সাবেক যোগাযোগ মন্ত্রী আলহাজ সৈয়দ আবুল হোসেন ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপ নিজ নিজ নির্বাচনী এলাকার হেভিওয়েট প্রার্থী।

বর্তমান শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে এলাকায় তাদের ব্যাপক ভূমিকা রয়েছে। তারা আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতা। মাদারীপুর-১, ২ ও ৩ আসনের বর্তমান সংসদ সদস্যদের বদৌলতেই ইতোমধ্যে জেলায় ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে।

দৃশ্যমান উন্নয়নের জন্য তাদের জনপ্রিয়তা ও প্রশংসা এখন মানুষের মুখে মুখে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনের এমপি নূর-ই-আলম চৌধুরী ও মাদারীপুর-২ আসনের বর্তমান এমপি শাজাহান খান আওয়ামী লীগের একক প্রার্থী হতে পারে বলে শোনা যাচ্ছে। এদিকে মাদারীপুর-৩ আসনের বর্তমান এমপি আফম বাহাউদ্দিন নাছিম আলোচনায় শীর্ষে রয়েছেন। তার পাশাপাশি আলহাজ সৈয়দ আবুল হোসেন ও ড. আবদুস সোবহান গোলাপের নাম শোনা যাচ্ছে। তবে আলোচনা সমালোচনা যতই হোক প্রার্থী মনোনয়ন পুরোটাই নির্ভর করছে হাইকমান্ডের উপর।

মাদারীপুর-১ (শিবচর):

শিবচর পৌরসভাসহ ১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর-১ আসন। পৌরসভা ও ইউপি চেয়ারম্যানদের পরিসংখ্যানে এটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। এ আসনটিতে ভোটার সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৮২৫ জন। এ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর মনোনয়ন শতভাগ নিশ্চিত বলে ধারণা আওয়ামী লীগের।

তিনি এ পর্যন্ত ৫বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনিই সম্ভবত এই নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের সম্ভাব্য একক প্রার্থী।

এ আসনের বিএনপিতে গ্রুপিংয়ের কারণে রয়েছে একাধিক প্রার্থী। নির্বাচনী মাঠে রয়েছেন দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক সম্পাদক সাংবাদিক মরহুম মোতাহার হোসেন সিদ্দিকীর ছেলে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, জাতীয় ফুটবল দলের সাবেক কোচ, ঢাকা গোপীবাগের সাবেক কমিশনার ও জেলা বিএনপির সদস্য মাদারীপুর-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী।

এদিকে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক ও মাদারীপুর জেলা বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক জামান কামাল নুরুউদ্দিন মোল্লার নাম শোনা যাচ্ছে।

অপরদিকে কেন্দ্রীয় ছাত্রদলের বর্তমান সহ-সভাপতি আব্দুল হান্নান মিয়া।

এ ছাড়াও নির্বাচনের প্রচারনা চালাচ্ছেন শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ইয়াজ্জেম হোসেন রোমান।

শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা চৌধুরীর সহধর্মীনী নাদিরা মিঠু চৌধুরী।এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

মাদারীপুর-২ (সদরের একাংশ এবং রাজৈর):

মাদারীপুর পৌরসভাসহ সদর উপজেলার ১০টি ও রাজৈর পৌরসভাসহ রাজৈর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে মাদারীপুর-২ আসন গঠিত। জেলার মধ্যে মাদারীপুর-২ আসনটি ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ২৬১ জন। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি বর্তমান এমপি ও নৌ-পরিবহন মন্ত্রী মুক্তিযোদ্ধা শাজাহান খান এ আসন থেকে আওয়ামী লীগের একক প্রার্থী হতে পারেন। তিনি এ আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তবে মাদারীপুর-২ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বর্তমান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মাওলার নাম শোনা যাচ্ছে। তিনি আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী।

অন্যদিকে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও মাদারীপুর জেলা বিএনপির সদস্য শাহজাহান মিয়া সম্রাট মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

এদিকে বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সম্পাদিকা হেলেন জেরিন খান মাদারীপুর-২ আসনে সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

অপর দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান মাদারীপুর-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন।

মাদারীপুর-২ আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী বর্তমান ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য। বিএনপি আরো এক নেতা হাবিবুর রহমান (কাওছার) হাওলাদারের নাম শোনা যাচ্ছে। তবে আলোচনায় থাকলেও প্রচার প্রচারণায় তার বা তার কোনো কর্মীকে মাঠে দেখা যাচ্ছে না।

মাদারীপুর-৩ (মাদারীপুর সদরের একাংশ এবং কালকিনি):

মাদারীপুর সদরের ৫টি ইউনিয়ন, কালকিনি পৌরসভাসহ উপজেলার ১৪ ইউনিয়ন নিয়ে মাদারীপুর-৩ আসন গঠিত। এখানে ভোটার ২ লাখ ৮৩ হাজার ২২৩ জন। এই আসনে আলোচনায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাছিম ছাড়াও চার বারের সাবেক সংসদ সদস্য ও সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপের নাম শোনা যাচ্ছে। কালকিনির আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম নেতা বর্তমান সংসদ সদস্য কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাছিমের বিশেষ অবদান রয়েছে।

এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় বিএনপির গণ-শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

এদিকে জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক জাতীয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী।

অপর দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান পলাশ।

অন্যদিকে মাদারীপুর জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র মৈত্রী মাদারীপুর জেলার আহ্বায়ক ফরিদ উদ্দিন মুপ্তির নামও শোনা যাচ্ছে। এ ব্যাপারে জেলা ওয়ার্কার্স পার্টির নেতা শহীদুল কবির খোকন প্রার্থী দেয়ার কথা নিশ্চিত করেছেন। 

Bootstrap Image Preview