Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জলঢাকাবাসীর ভালোবাসা আমাকে অনুপ্রেরনা জোগাবে!

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০৬:৩৯ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০৬:৪০ PM

bdmorning Image Preview


জলঢাকা উপজেলার ডাকবাংলায় একটি পার্ক, চা চাষের জন্য ১২ বিঘা জমি সংগ্রহসহ একটি ডায়াবেটিকস হাসপাতাল নির্মাণ করতে চেয়েছিলাম। এছাড়াও উপজেলার মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য আধুনিক সুবিধাসহ জিম তৈরি করেছি। সফল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল আয়োজন করে মানুষকে স্টেডিয়ামমূখী করেছি।

আর এইকাজ করতে সবসময় জলঢাকাবাসী আমাকে যে সহযোগিতা ও ভালোবাসা দিয়েছেন তা আমার পরবর্তী কর্মস্থলে অনুপ্রেরনা যোগাবে বলে জানান, নীলফামারীর জলঢাকা উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা ও জিমের সভাপতি উত্তম কুমার রায়।

শুক্রবার (২৬ অক্টোবর) রাতে ইউএনও জিমের আয়োজনে স্টেডিয়াম মাঠে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত  বিদায় সংবর্ধনায় এসব কথা বলেন তিনি।  

সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায় জলঢাকা থেকে বদলি হয়ে গাইবান্ধা সদরে যোগদানের কথা জানান।

ইউএনও জিমের পরিচালক অধ্যক্ষ আবেদ আলীর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, জিমের সদস্য নূর মোহাম্মদ নাছিম (মিলন), ফিরোজ মাস্টার ও জিমের প্রশিক্ষক খন্দকার জিনাত রায়হান প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার তায়েবুর রহমান, প্রভাষক হেরম্ব কুমার রায়, প্রভাষক অবিনাশ রায়, ব্যবসায়ী মোসফেকুর রহমান দুলাল ও জয়নাল আবেদীন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জিমের সদস্য মর্তুজা ইসলাম মাস্টার।

বিদায়ী নির্বাহী কর্মকর্তা আরো বলেন, যুব সম্প্রদায়কে মাদকমুক্ত রাখতে হলে খেলাধুলার বিকল্প নাই। তাই সকলকে সংগঠক ও খেলোয়ারদের সহযোগিতা করতে হবে।
 

Bootstrap Image Preview